মোঃ ইসরাফিল ইসলাম,নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ও পৌর এলাকায় নিজের অবস্থান আরো মজবুত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বারবার নির্বাচিত ৪নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম পিয়াস।
সোমবার (০২ নভেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত শতাধিক নেতাকর্মী নিয়ে পৌরসভা এলাকার ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাত করে দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, ছাত্রলীগ কর্মী রকি,স্বাধীন, সহ দলীয় নেতা কর্মী ও এলাকার ব্যক্তিবর্গ।