সেপ্টেম্বর ৮, ২০২০
৯:৩৪ পূর্বাহ্ণ

নাশকতার মামলা: চট্টগ্রাম নগরীর বিএনপির ১১ নেতা-কর্মী জেলে

চট্রগ্রাম প্রতিনিধি:- নাশকতার মামলায় নগর বিএনপির ১১ নেতাকর্মীকে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি ফখরুদ্দিন আহমদ।এর আগে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন শেষে বিএনপির ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।

১১ নেতাকর্মী হলেন- মো. মাহাবুব, মো. সোহেল, মো. রিদোয়ান, মো. বাদশা, আলমগীর, মো. হামিদ, মহিউদ্দিন, সারোয়ার, মো. সেলিম, মোতালেব ও মো. নুরুল আবসার।উল্লেখ্য, ২০১৮ সালে চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসলে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরন ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলা করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *