খবর ডেস্ক: মোঃ রুহিত আহমদ ফয়জল নামে এক কিশোর হারিয়ে গেছে। তার বয়স ২২ বছর। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত মোঃ শামসুল ইসলাম ও মোছাঃ রাহেনা বেগমের ছেলে। তার গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা অনুমান ৫ ফুট।
সে গত ৬ আগষ্ট-২০২০ সকাল অনুমান ৮.৩০ মিনিটের সময় হলিমপুর নিজ বাড়ি হতে দিরাইয়ের উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে না আসলে সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মা রাহেনা বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-৪৮৩ তারিখ ১০/০৮/২০২০।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে ০১৭৫০-৯৬৭৫৬৬ (মো. হারুন মিয়া, ০১৩০৫-৫২৮৪৫৪ (মোঃ নানু মিয়া), ০১৭১৮-১৯৬৬৩৯ (রুসেল আহমেদ) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।