নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবো আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক এক মতবিনিময় সভায় বলেন। আসন্ন ইউনিয়নের নির্বাচনে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদ,নির্বাচনে। চেয়ারম্যান পদপ্রার্থী -সৈয়দ জমিরুল হকের সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ ই অক্টোবর বুধবার সন্ধ্যায় ৭টায় প্রার্থীর নিজ বাড়িতে।এতে মহল্লায়
তিলক পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার সকল মুরব্বিয়ান ও যুব সমাজকে নিয়ে এই সভার আয়োজন করেন ।
উক্ত সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক এলাকাবাসীর সমর্থন চেয়ে বলেন, আপনাদের সহযোগিতায় একটি আদর্শ ইউনিয়ন গড়াই আমার নির্বাচনী অঙ্গিকার। আমি নির্বাচনে বিজয়ী হলে আমার সর্বস্ব সামর্থ্যানুযায়ী দিয়ে আপনাদের সেবা করে যাবও।
এতে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গবৃন্দগণ, সৈয়দ জমিরুল হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তার বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সৈয়দ আকবর আলী,কমরু খান,মনোহর কাজী, কারী আব্দুল কদ্দুছ, কবির আহমদ হিরা, জমির খান, রাজু আহমদ, লিটন খান, আসদ্দর কাজী,আব্দুল বাসিত, রুফল মিয়া, সদাগর খা, সালেহ আহমদ তালুকদার প্রমুখ।