অক্টোবর ৮, ২০২০
৬:৫৪ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো

খবর ডেস্কঃ- নতুন কোচের অধীনে হেরেই চলেছে ডাচরা। মেক্সিকোর বিপক্ষে হারলো ১-০ গোলে।

ইতালির বিপক্ষে হারের পর, এবার মেক্সিকোর সঙ্গেও একই ব্যবধানে পরাজয় মেনে নিতে হলো কমলা শিবিরকে। অন্য কোচদের মতো বিলাসিতা করার সুযোগ ছিলোনা ডাচদের সামনে। তাই তো একাদশ ছিলো পুর্ণ শক্তির।

কিন্তু তাতেও কোন লাভ হয়নি। মাঠে বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলো মেক্সিকানরা। জেরার্ডো মার্টিনের কৌশলে দিশেহারা হয়ে যায় নেদারল্যান্ডস। তবে, প্রথমার্ধ্বে গোল পায়নি কেউ।

বিরতি থেক ফিরে আক্রমণের ধার বাড়ায় মেক্সিকো। উল্টোদিকে নিজেদের ছায়া হয়েই ছিলেন স্বাগতিক ফুটবলাররা। অবশেষে ৬০ মিনিটে ডাচদের ভুলে পেনাল্টি পায় অতিথি দল।

জিমিনেজের শট থেকে মেক্সিকান ওয়েভে মাতে ক্রুইফ অ্যারেনা। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই জয় তুলে নেয় মেক্সিকো।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *