জুলাই ১৪, ২০২০
১:২৬ অপরাহ্ণ

নেপালে প্রবল বৃষ্টি ও পাহাড় ধসে চারদিনে ৬০ জনের মৃত্যু

খবর ডেস্ক: প্রবল বৃষ্টিপাতে নেপালের ১৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একাধিক ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। নিখোঁজ রয়েছে ৪১ জন।

কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। কাসকির ডিএসপি সুভাস হামাল জানান, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে জেলার পোখারা শহরে ভূমিধসে একটা গোটা বাড়ি ধূলিস্যাত্‍‌ হয়ে যায়। তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়। প্রশাসনের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। লামজুং জেলাতেও ভূমিধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জেলা মিয়াগদিতে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি ১৩ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কারণে সেখানে বেশ কয়েকটি বাড়িও ধসে পড়েছে। মিয়াগদিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা কাজ করে চলেছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ভূমিধস ও বন্যায় মোট ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্গত এলাকার বহু মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *