জুলাই ২৯, ২০২০
১০:০১ অপরাহ্ণ

পটিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব আট পরিবার

অগ্নিকান্ড
আব্দুল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:- দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় রান্নার চুলার আগুনে পুড়ে ৮টি বসত ঘর ছাই হয়ে গেছে। এ ঘটনায় পরিবারগুলোর ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। জানা যায়, উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম ডেঙাপাড়া এলাকার ডেপুটির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। রান্নার চুলা হতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবার গুলো। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন আবদুল মোবিন, আবদুল মান্নান, আবদুল গফফার, ডা. নাদিম মাহমুদ, সৈয়দ আনোয়ার, ইস্কান্দার, ইলিয়াস ও ইদ্রিস।তাদের একাধিক কক্ষ বিশিষ্ট ২টি সেমিপাকা ঘর ও ৬টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে পরিবার গুলো এখন খোলা আকাশের নীচে অবস্থান করছেন। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্হ পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তারা।

পটিয়া উপজেলা নিবার্হী অফিসার ফারহানা জাহান উপমা জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগীতা করা হবে’।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *