পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ২৭ অক্টোবর মঙ্গলবার ধুলারসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে মৌডুবী একাদশ বনাম বালিয়াতলী একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব।
আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা, ১০ নং বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান জনাব এবি এম হুমায়ুন কবির আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পৌর যুবলীগের সভাপতি ভিপি জিয়াউর রহমান জিয়া, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হলোদার।
মৌডুবী একাদশ বনাম বালিয়াতলী একাদশের মধ্যকার খেলায় মৌডুবী একাদশ ৩-১ গোলে জয়লাভ করে।