অক্টোবর ২১, ২০২০
১১:৫৩ পূর্বাহ্ণ

পতেঙ্গায় কেজি ৩৬ টাকায় আলু বিক্রি করায় জরিমানা

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের পতেঙ্গার স্টিলমিল বাজারের চারজন পাইকারি আলু বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।মঙ্গলবার (২০ অক্টোবর) এ‌পি‌বিএন-৯ এর সহায়তায় প‌রিচা‌লিত অভিযানে নেতৃত্ব দেন অ‌ধিদফতরের, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-প‌রিচালক মোহাম্মদ ফয়েজ উল‌্যাহ্, সহকারী প‌রিচালক (‌মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।সূত্র জানায়, আতিক সবজি বিতানকে ৩৬ টাকায় আলু বিক্রি করায় ৫ হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা, সোলায়মান স্টোরকে ৪০ টাকায় আলু বিক্রি, মূল‌্যতা‌লিকা প্রদর্শন না করা, অননু‌মো‌দিত রং সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা ও জাহাঙ্গীর স্টোর‌কে ৩৬ টাকায় আলু বিক্রয় করায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান  জানান, বন্দর থানার নিমতলার সালমান হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, রং দেওয়া করমচা চেরি হিসেবে ব্যবহার, ছাপানো নিউজপ্রিন্টে খাদ‌্যদ্রব‌্য সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা, একই এলাকার জনসেবা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্টিল মিল বাজারের আলিশা ভাতঘরকে জিলাপিতে হাইড্রোজ (‌সো‌ডিয়াম হাই‌ড্রোসালফাইড) ব্যবহার করায় ৩ হাজার টাকা জরিমানাসহ হাই‌ড্রোজ দিয়ে তৈরি জিলাপি ধ্বংস করা হয়। ই‌পিজেড থানার বক্স আলী মুন্সী সড়কের জাহাঙ্গীর হোটেলকে রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ‌্যদ্রব‌্য সংরক্ষণ, খোলা ময়লার পা‌ত্রের পাশে রান্না করা খাবার সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *