কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজির উদ্দিন তালুকদার, মুজিবুর রহমান, কামারুজ্জামান, বিল্লাল মিয়া, আলী হোসেন, মহিলা ইউপি সদস্য রহিমা বেগম ও নুরুন্নাহার, এনাম উদ্দিন, মেহেদী হাসান ডালিম ইউপি সচিব নাসির উদ্দিন প্রমুখ। সভায় মুনাজাত করেন ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম।
সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে। সমাজের অসহায়, নিপীড়িত নির্যাতিত মানুষদের নিয়ে সমাজ গঠন করতে। তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা সকলে সে লক্ষ্যে কাজ করে যেতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করা সম্ভব।