আগস্ট ২২, ২০২০
৪:০৫ অপরাহ্ণ

পাকিস্তান সীমান্তে ৫ জনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

পাকিস্তান সীমান্তে পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার (২২ আগস্ট) ভারতের পাঞ্জাব অঞ্চলের ইন্দো-পাক সীমান্তে এ ঘটনাটি ঘটেছে।

বিএসএফ দাবি করেছেন, নিহত ব্যক্তিরা ছিলেন অনুপ্রবেশকারী, কিন্তু তারা কোন দেশের নাগরিক সেটা প্রকাশ করেনি।

বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করছে ভারতীয় সংবাদ এজেন্সি পিটিআই।

বিসিএফ কর্মকর্তাদের দাবি, অনুপ্রবেশকারীরা তারন তরান জেলার খেমকারান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের পাশ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। এসময় থামতে বলা হলে তারা বিএসএফের দায়িত্বরত সদস্যদের ওপর গুলি চালায়। সেসময় দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৫ অনুপ্রবেশকারী নিহত হয়।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *