জুলাই ২১, ২০২০
৮:৩৬ পূর্বাহ্ণ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আজকেরখবর ডেক্সঃ
নড়াইলে পানিতে ডুবে অরিণ ও রাজ নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অরিণের বয়স ৬ বছর রাজের ৪। তারা মামাতো-ফুফাতো ভাই। সোমবার (২০জুলাই) দুপুরে সদর উপজেলার গোখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রাজ তার বাবা-মার সঙ্গে মামা সমীর বৈরাগীর বাড়ি বেড়াতে গিয়ে বাবা-মা, মামাতো ভাই অরিণসহ সোমবার দুপুরে মামার ঘেরে মাছ ধরতে যায়। সেখানে ঘেরপাড়ের আমড়া গাছে আমড়া পাড়তে গিয়ে দুই ভাই কখন যে পানিতে পড়ে তলিতে গেছে ঘেরের অন্য প্রান্তে মাছ ধরায় মগ্ন নারাণ ও চুমকি দম্পতি তা টের পাননি। মাছ ধারা শেষে বাড়ি ফিরে তারা রাজ ও অরিণকে না দেখতে পেয়ে সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে ঘেরের পানিতে তাদের ভাসমান দেহ দেখতে পায়।
সেখান থেকে দুই ভাইকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক দু’ভাইকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোন সান্ত্বনাতেই থামছে না স্বজনদের আহাজারি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *