ডিসেম্বর ২, ২০২০
৭:৩৪ পূর্বাহ্ণ

পিছু হটবে না ইমরান : ইসরাইলকে স্বীকৃতিতে না

খবর ডেক্সঃ- যুক্তরাষ্ট্র, সউদী আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে পিছু হটবে না পাকিস্তান, ইসরাইলকে দিবে না স্বীকৃতি। পাকিস্তানের ক্ষমতাসীন দল রবিবার এমনই মন্তব্য করেছে। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দল ক টুইট বার্তায় বলেছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দিবে না। এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে। এর আগে গত মাসে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের গভীর প্রভাব ইসলামাবাদে চাপ সৃষ্টির পেছনে রয়েছে। এছাড়া চাপ সৃষ্টির পেছনে সউদী আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান। ইমরান খান বলেন, নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে। আরব টাইমস।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *