খবর ডেক্সঃ পুলিশ হল জনগনের রক্ষক । আর সেই পুলিশ যখন বক্ষক হয়ে যাই তখন সেটা আর নিরব থাকে না ।তেমনি গঠেছে খাগড়াছড়ির দীঘিনালায় । এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান (২৩) দীঘিনালা থানার আওতাধীন ভৈরফা এলাকার অটলটিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার গোপালনগর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। অপরদিকে ধর্ষণের অভিযোগকারী কিশোরী (১২) ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর পিতা বাদি হয়ে সোমবার রাতেই দীঘিনালা থানায় মামলা দ্বায়ের করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, স্কুলে আসা যাওয়ার পথে উপজেলার ভৈরফা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর পুলিশ সদস্য নাজমুল হাসানের সঙ্গে পরিচয় হয়। সোমবার বিকালে মেয়েটিকে দেখা করতে বলেন নাজমুল। পরে মেয়েটি সেখানে গেলে পার্শ্ববর্তী আকাশী গাছের বাগানে নিয়ে নাজমুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে নাজমুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।