খবর ডেক্সঃ- সিলেট নগরীতে একটি বিদেশি রিভলবার কুড়িয়ে পেয়েছে পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বিমানবন্দর থানাধীন হাজীপাড়া লন্ডনী রোডে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২ বোরের এই রিভলবারটি উদ্ধার করা হয়। রিভলবারে গ্রীফ ও ব্যারেল কালো টেপ দ্বারা প্যাঁচানো ও ঈগল পাখির ছবি খোদাই করা ছিল।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান,বুধবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে ওসি শাহাদত হোসেন, এসআই রিপন দাস, এসআই অমিত সাহা, এসআই পলাশ চন্দ্র দাশ, এএসআই যোবায়ের হোসেন অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।