সেপ্টেম্বর ২, ২০২০
১১:০৭ পূর্বাহ্ণ

পূর্ব-ভূমধ্যসাগর ইস্যুতে গ্রিসকে আলোচনার আহ্বান তুরস্কের

খবর ডেস্কঃ- পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে চলমান বিরোধ প্রশমনে তুরস্ক আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু।

পূর্ব ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ অঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছে দুই ন্যাটো মিত্র তুরস্ক ও গ্রিস। তুর্কি জাহাজ অরুচ রেইসের অনুসন্ধান কার্যক্রমকে বেআইনি বলে দাবি করে আসছে গ্রিস।

উভয় দেশই আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের কথা বললেও নিজেদের অধিকার রক্ষায় ছাড় দিচ্ছে না কেউই।

ওই অঞ্চলে ইতিমধ্যে দু’দেশ সামরিক মহড়া চালানোয় উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, ‘বিদ্যমান ইস্যু যদি আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করতে চান তাহলে আমরা সবসময়ই প্রস্তুত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আহ্বানে সাড়া না দেয়ায় মাঠ পর্যায়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা গ্রিসকে আবারও আহ্বান জানাচ্ছি অন্যদের দ্বারা প্রভাবিত কিংবা উস্কানি পেয়ে তুরস্কের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ নেবেন না। আন্তর্জাতিক চুক্তিকে অবহেলা করবেন না, এতে আপনারাই পরাজিত হবেন।’

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *