ডিসেম্বর ২৩, ২০২০
৬:২২ অপরাহ্ণ

পেট্রোল পাম্পে জরিমানা: ধর্মঘটের ডাক সিলেট জুড়ে

খবর ডেস্কঃ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি পেট্রোল পাম্পকে জরিমানার পর ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন।

৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। আগামী ২৭ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন তারা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট বিভাগের তেলের পাম্পগুলোতে নিম্নমানের তেল সরবরাহ করায় অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়েছে আমাদের সংগঠন।

তাদের ৬ দফা দাবীর মধ্যে রয়েছে –

  • জ্বালানী তেল বিপনন কোম্পানী কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করতে হবে এবং পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ড এর উন্নত মানের পেট্রোল সরবরাহ করতে হবে।
  • জ্বালানী তেলের মান নিয়ন্ত্রন করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানী তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে।
  • বিভিন্ন সরকারী সংস্থা কর্তৃক অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানী আচরন বন্ধ করতে হবে।
  • সরকারী অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে এসোসিয়শনের প্রতিনিধি ও তেল বিপনন কোম্পানীর প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।
  • সরকারী অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স সমূহ নবায়ন সহজ করতে হবে।
  • দুর্বৃত্তপরায়ন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।

 

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী আরও জানান, আমাদের দাবি অনেক পুরোনো। পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল আমাদেরকে দিতে হবে। সেই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করতে হবে।

যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় তাহলে ২৭ ডিসেম্বর (রোববার) থেকে অনির্দিষ্ট কালের জন্য সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প ও গ্যাস পাম্প বন্ধ থাকবে।

জানা যায়, গত সোমবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জ্বালানি তের পরিমাপে অনিয়মের কারণে ৪ টি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়।

ওই অভিযানে মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড সার্ভিসিংকে ১ লক্ষ টাকা, হাজি মজনু মিয়া ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা, মেসার্স সুরমা পেট্রোলিয়ামকে ৫০ হাজার টাকা ও মেসার্স নর্থ ইস্ট ওয়েল কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই জরিমানার পরই ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকদের সংগঠন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *