জানুয়ারি ১৬, ২০২১
১০:৪৩ অপরাহ্ণ

পৌরসভা নির্বাচন : সুনামগঞ্জে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

সুনামগঞ্জ প্রতিনিধি:: দেশে ২য় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জের ৩টি পৌরসভার ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছে।

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাদের বখত বেসরকারি ফলাফলে ২য় বারের মত মেয়র পদে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ২৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২১ হাজার ৬শ ৮৬ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রাার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮শ ৭০ভোট।

এবারের নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩জন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নাদের বখত, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুর্শেদ আলম ও হাতপাখা প্রতীকে রহমতুল্লাহ ছিলেন নির্বাচনী লড়াইয়ে।

এদিকে, ছাতক পৌরসভায় টানা চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। আওয়ামী লীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৯টি ভোট কেন্দ্রে পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আবুল কালাম চৌধুরী ৪ হাজার ৯১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ছিলেন ৩০ হাজার ২০৮ জন।

অন্যদিকে, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভ’ঁইয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী আক্তারুজ্জামান আক্তার। এ পৌরসভায় ১ম বারের মত ইভিএমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।

স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ) প্রতীকে ৮৩৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতীকে ৮০১৮ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পৌরসভার প্রতিটি কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *