খবর ডেক্সঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনর আলীর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ ইয়াকুব আলী।
সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা লিয়াকত আলী, আবুল হাশেম, এনামুল হক, জসিম উদ্দিন, ইমান উদ্দিন, আজিজুল হক, মনিরুল ইসলাম, মাসুক রানা, সোহরাব আহমদ, অফিস সহকারী নুর মোহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। সেখানকার নিভৃত পল্লীতেই শৈশব কৈশোর কেটেছে ক্রমে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা শেখ হাসিনার। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হোন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেত্রী ছিলেন।
সভা শেষে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।