খবর ডেক্সঃ-দেশে এক কোটি ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেয়া হবে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’র মাধ্যমে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এখন থেকে দ্রুততম সময়ের মধ্যে উপবৃত্তির অর্থ পরিশোধ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভোগান্তি কমাতেই সরকার নতুন এ উদ্যোগ নিয়েছে। অন্যান্য মাধ্যমে টাকা পাঠাতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। নগদের মাধ্যমে টাকা সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে চলে যাবে এবং তারা যখন ইচ্ছা তখন তুলতে পারবে।
সুবিধাভোগী অভিভাবকের যে মোবাইল নাম্বারটি পোর্টালে এন্টি করবেন তা অবশ্যই সংশ্লিষ্ট অভিভাবকের নিজের নামে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। না এন্টি থাকে তাহলে কোনক্রমেই টাকা উত্তোলন করতে পারবেন না।সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইল নাম্বারটি যাচাই পূর্বক এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে কিভাবে যাচাই করবেন কিভাবে জানবেন সিমটি সংশ্লিষ্ট অভিভাবকের নামে নিবন্ধিত কিনা?
প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির বিতরনের জন্য যেহেতু সিমটি অভিভাবকের এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের এটি জানা থাকা দরকার।
নিবন্ধিত কিনা তা জানার পদ্ধতি সমূহঃ
১. ডায়াল করুন *১৬০০১# এরপর একটা ম্যাসেজ আসবে, যেখানে এনআইডির শেষ চারটি ডিজিট টাইপ করে send বা OK করুন।
২. আপনাকে ম্যাসেজ পাঠাবে। মেসেজ অপশনে গিয়ে যদি নম্বরটি এনআইডি দ্বারা নিবন্ধিত হয়, তাহলে সেই মোবাইল নাম্বারের শেষ তিনটি ডিজিট শো করবে।
এভাবে জানতে পারবেন মোবাইল নম্বরটি এনআইডি দ্বারা নিবন্ধিত কিনা?