খবর ডেক্সঃ- মামলার হাজিরা দিতে আর প্রিজন ভ্যান নয়, এরপর থেকে মাইক্রোবাসে করে আদালতে আসবেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তার পক্ষের আইনজীবীরা আদালতে এ আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে এ আদেশ দেন।
এদিন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। এ কারণে সকাল ৯টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয় দেলোওয়ার হোসাইন সাঈদীকে।
আদালতে উপস্থিত হয়ে সাঈদীর আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত সময় মঞ্জুর করেন। শুনানির জন্য ১১ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।
একইসঙ্গে সাঈদীর আইনজীবীরা আবেদন করেন, মামলায় উপস্থিত হতে সাঈদীকে যেন কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে না এনে মাইক্রোবাসে করে আদালতে নিয়ে আসা হয়। পরে আদালত আসামিপক্ষের এই আবেদনটিও মঞ্জুর করেছেন।