অক্টোবর ২৮, ২০২০
৭:০৬ পূর্বাহ্ণ

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -৪

রাজশাহী প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ডাকাতির প্রস্ত্ততিকালে আন্তঃ জেলা ডাকাতদলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

২৭ অক্টোবর ( মঙ্গবার) ভোররাতে বগুড়ার শেরপুর- রানীরহাট আঞ্চলিক সড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্হিতি আঁচ করতে পেয়ে আরও অন্তত ৭-৮ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদসারা হলেন- নাটোর জেলয়র সিংড়া উপজেলার নাসিয়াকান্দি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ নাজিৃ উদ্দিন(২৫), একই জেলা ও উপজেলার কালিনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিউল্লাহ শফি( ২২),পাশের লক্ষীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াকুব আলীয়(২৫), ও আব্দুল কুদ্দুস আলীর ছেলে রেজাউল করিম(২৪)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) এসএম আবুল কালাম আাজাদ এই তথ্য নিশ্চিত করে জানান,দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই আঞ্চলিক সড়কের উক্ত স্হানে ডাকাতির প্রস্ত্ততি নিচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান,চালানো হয়। একপর্যায়ে পুলিশের উপাস্হিতি টের পেয়ে কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ওই ৪জন আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২টি বড় ধারালো হাসুয়া,রড-লাঠি,রশি ওগাছ কাটার করাত উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় একটি ডাকাতির প্রস্ত্তি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের মধ্যে নাছিম উদ্দিনের বিরুদ্ধ একটি হত্যা, চাঁদাবাজিসহ আরও চারটি মামলা আদালতে বিচারাধীন বরেছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *