জানুয়ারি ৩০, ২০২১
১১:৪৮ অপরাহ্ণ

বগুড়ায় ২টি আ’লীগ, ২টি বিএনপি ও ১টিতে বিদ্রোহী আ’লীগ মেয়র নির্বাচিত

খবর ডেস্কঃ বগুড়ার ৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ২টি,বিএনপি ২টি ও অপর একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারী) রাত ৮ টায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সুত্রে ফলাফল পাওয়া গেছে।

বেসরকারী ভাবে মেয়র নির্বাচিতরা হচ্ছেন নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত আনিসুর রহমান,শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক, গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত সাইফুল ইসলাম, কাহালু পৌরসভায় আলহাজ্ব আব্দুল মান্নান, এবং ধুনট পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশা।

জানাগেছে, শিবগঞ্জ পৌরসভায় ভোট গ্রহন চলাকালে বেলা ১২ টার দিকে বিএনপির মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। ফলাফল ঘোষনায় এই পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়ছেন ১২ হাজার ৩৯৮ ভোট এবং বিএনপির প্রার্থী মতিয়ার রহমান মতিন ভোট পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।

গাবতলী পৌরসভায় বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৬০৫ ভোট এবং আওয়মীলীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৯৭৬ ভোট।

নন্দীগ্রাম পৌরসভায় ভোট কারচুপি অভিযোগে নৌকা মার্কার ৫০ টি ব্যালট পেপার বাতিল করা হয়। তার পরেও ফলাফল ঘোষনায়
আওয়ামীলীগ প্রার্থী আনিসুর রহমান নৌকা মার্কা প্রতীকে ৭ হাজার ৬৮৩ ভোট পেয়েছেন এবং বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৮৩ ভোট। কাহালু পৌরসভায় বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩২১ এবং আওয়ামীলীগের প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট। ধুনট পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৯০৬ ভোট এবং আওয়ামীলীগের প্রার্থী টিআই এম নুরুন্নবী তারিক নৌকা প্রতীক ভোট পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *