খবর ডেস্কঃ কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংঘটনিক সম্পাদক ও বর্ণমালা সেচ্ছাসেবী শিক্ষা সংগঠনের সভাপতি সজীবুল ইসলাম জয়ের নেতৃত্বে আজ রবিবার ৬ ডিসেম্বর বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার শাতল জীবন শান্তির বাজারে-কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ ও সাংস্কৃতিক সম্পাদক অজিত দেবনাথ পিনাকের সঞ্চালনায়, মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সজীবুল ইসলাম জয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সজীবুল ইসলাম জয় বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী এ ঘটনার জন্য দায়ী। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ ক্রীড়া সম্পাদক, সঞ্জিত শর্মা রাজ, পরিবেশ বিষয়ক সম্পাদক, সুরণ দেব নাথ, সহ সম্পাদক সঞ্জিত, ছাত্রলীগ নেতা শ্রীবাস, সবুজ, কার্তিক, রনি, তপু, রঞ্জন, সফর, ইকবাল, বিশ্ব, সঞ্জিত, সহ প্রমুখ