ডিসেম্বর ১, ২০২০
৮:৩১ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

রবিউল আউয়াল সনি জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধগোষ্ঠীর বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ,নবনাট্য সংঘ, নিনাদ আবৃত্তি পরিষদ।

ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন চালাকালে বক্তব্য রাখেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমিনুল হক বকুল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আমজাদ হোসেন, নবনাট্য সংঘের জেলা শাখার সভাপতি রাজা চৌধুরি, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, নিনাদ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক নেওয়াজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আলেম ওলামা নামের কতিপয় সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গিবাদ মন-মগজের মানুষগুলো একটা সময় ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান স্লোগান দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রবানাতে ষড়যন্ত্র করেছিল। এখন নতুন করে ভাস্কর্যকে প্রতীমার সঙ্গে তুলনা করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে মূলত বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *