আজকের খবর: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল আলোচনা। এরই প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বিষয়টি অতিব গুরুত্বপূর্ন উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী সিলেট এর বরাবর ২৭ জুলাই একটি চিঠি প্রেরন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ২৯ জুলাই সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া ক্ষতিগ্রস্ত স্থান রিজিভ পেভমেন্ট মেরামত করার জন্য স্পেক্ট্রা ইন্জিনিয়ারিং লিমিটেডকে চিঠি দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সুমন আচার্য আজকের খবর’কে বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় রাস্তার ফাটল নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমার দৃষ্টিগোচর হলে, বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দিয়েছিলাম। চিঠির প্রেক্ষিতে উনারা ফাটল অংশটি মেরামত করার জন্য স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে চিঠি দিয়েছেন।