ডিসেম্বর ১২, ২০২০
৪:৫৩ অপরাহ্ণ

বদলগাঁছী উপজেলার ৪,নং মিঠাপুর,ইউনিয়নের ৪,নং বিট পুলিশিং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাই মামলা নিরসন

বুলবুল আহম্মেদ (বুলু)
(নওগাঁ বদলগাছি) প্রতিনিধি: নওগাঁর বদলগাঁছী উপজেলার ৪,নং মিঠাপুর ইউনিয়ন মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বদলগাছী উপজেলার ৪, নম্বর মিঠাপুর ইউনিয়ন, ৪,নংকমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে মিঠাপুর ৪, নম্বর বিট পুলিশিং , পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ও দীর্ঘদিনের জটিলতার মামলা একটা নিরসন হয়। অভয় পক্ষ সমঝোতার মধ্যে 1 লক্ষ 50 হাজার টাকার মামলা নিরসন করেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বদলগাঁছীমিঠাপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি,আহসান হাবীব বদল গাছি থানার এস আই শ্রী, গৌরাঙ্গ মোহন রায়, ও এ, এসআই আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন , বীর মুক্তিযুদ্ধা মোঃ গোলাম মন্ডল 4 নম্বর মিঠাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ , ৪ নাম্বার মিঠাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি পদপ্রার্থী মোহাম্মদ ফুলবর রহমাম, মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষক, মিনহাজুল মিন্টু, ৪, নং মিঠাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডর ইউ পি,সদস্য মোঃ মামুনুর রশিদ ও ৪নং মিঠাপুর ইউনিয়নের ২নং ওয়াডের মেম্বর পদপ্রার্থী মোঃ ফুলবর রহমাম সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মন্ডল দৌলত আলি কবিরাজ বিরু মিঠাপুর ইউনিয়নের প্রচার সম্পাদক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, ও সাংবাদিকবৃন্দ মিঠাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে, আহসান হাবিল বলেন, বদল গাছি উপজেলার বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড সহ ধর্ষণ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নির্মুলে ঐক্যবদ্ধ হয়ে,কাজ করলে এবং পুলিশকে আমরা সহযোগিতা করেবদলগাছী থানা সুন্দরভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহযোগিতা করব।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *