নভেম্বর ১৫, ২০২০
৯:০২ পূর্বাহ্ণ

বদলগাছীতে অ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী আটক

বুলবুল আহম্মেদ, ( বুলু) বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভারতীয় আমদানি নিষিদ্ধ এ্যাম্পল সহ এক জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার বিকেল ৪,টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার চৌকস পুলিশ অফিসার এস আই গৌরাঙ্গ মোহন রায় এর নেতৃত্বে এ এস আই আবু বক্কর সিদ্দিক, এ এস আই মিলন কুমার রায় এক অভিযান পরিচালনা করে উপজেলার কোলা ইউপির ভান্ডারপুর বাজারে পাশে সুমন এর ফার্নিসারের দোকানের সামনে থেকে ভারতীয় নিষিদ্ধ ৭পিচ এ্যাম্পল সহ আবু বক্কর সিদ্দিক নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আটককৃত ব্যাক্তি উপজেলার কোলা ইউনিয়নের লালুহার গ্রামের কলিমুউদ্দিন এর ছেলে আবু বক্কর সিদ্দিক(৫৭)।
তার বিরুদ্ধে বদলগাছী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *