বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাঁছীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে, ছনি হোসেন নামে এক গৃহ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০) অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত ছনি হোসেন বদলগাছী সদর ইউপির কাদিবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জানা যায়, শুক্রবার (৩০) অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলা সদরে মাস্টারপাড়াস্থ রেজাউল ইসলাম মাস্টারের বাড়িতে কাজ করতে গিয়ে, বিদ্যুতের তারে জড়িয়ে পরলে সহকর্মীরা তাকে উদ্ধার করে সাথে সাথে বদলগাছী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছনির চাচা সোহেল জানান, ছয় মাস আগে ছনি বিয়ে করেছে। পরিবারের একমাত্র উপার্জন কর্মঠ ব্যক্তি ছনির মৃত্যুতে তার পরিবার অসহায় হয়ে, পড়েছেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জানান, ছনি হোসেন, কাজ শেষে কাজের যন্ত্রপাতি ধোয়ার জন্য বাসার ছাদের উপরে গেলে, অসাবধানতা বশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।