বুলবুল আহম্মেদ,(বুলু)নওগাঁ(বদলগাঁছী)প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন থানায় মামলা ২ জনকে গ্রেপ্তার করেছে বদলগাঁছী থানা পুলিশ।
জানা যায়, উপজেলা কোলা ইউনিয়নের নন্দাহার গ্রামের সহিদুল ইসলাম এর ৮শ্রেণীর ছাত্রী র্টাস মোবাইল ফোনক্রয় করাকে কেন্দ্র করে মার সাথে মনোমালিন হলে অভিমান করে বাড়ী থেকে বাহির হয়।
রাস্তায় পূবের পরিচিত কয়াভবানী গ্রামের ভ্যান চালক মো. জিল্লির রহমানের সাথে দেখা হয়।ভ্যান চালককে ঐ ছাত্রী বলেন আমাকে দুতকুড়ি খালার বাড়ীতে রেখে আসেন।
ভ্যানচালক কুপরামস্য দিয়ে কৌসুলে পার্শবতি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আমশালা গ্রামে তার বোনের বাড়ী নিয়ে যান। মামলা সূত্রে জানা যায় গত ৩০ডিসেম্বর বিকালে বাড়ী থেকে বের হয়। অনেক খোজা খুজির পর তাকে না পেয়ে তাঁর বাবা মোঃ সহিদুল ইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে তার পরিবারে লোকজন খবর পেয়ে পরেরদিন জিল্লুর রহমানের বুনের বাড়ী আক্কেলপুর উপজেলার আমশলা গ্রাম থেকে তাকে উদ্ধার করেন। উক্ত ছাত্রী তার পরিবারের লোক জনের কাছে বলেন তাকে ঐ রাতে ধর্ষণ করা হয়েছে ।
অভিযোগের ভিত্তিতে পহেলা জানুয়ারী বেলা ২টায় বদলগাছী থানা পুলিশ ভ্যান চালক জিল্লিুর রহমানকে আটক করে। এবং ভ্যান চালক জিল্লিুর রহমানের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আমশালা গ্রামের বাড়ীর মালিক জহুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন পরে ২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।
মামলা নং ০১/তারিখ ০১/০১/২১ইং তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল হাসান বলেন, এবিষয়ে দুইজনকে আটক করার হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল করার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাটানো হয়েছে।
বদলগাছী থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, আটককৃত দুইজন আসামিকে নওগাঁ জেলে পাটানো হয়েছে।