বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের রসুলপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ৭ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে,
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সকাল ১০টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কদমগাছী গ্রামের আবু ইউসুফ আলীর স্ত্রী মেয়েকে নিয়ে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের রসুলপুর গ্রামে বাবা আবু তালেবের বাড়িতে বেড়াতে যায়। পাশের বাড়ির আব্দুস সালামের ছেলে নাইম হোসেন ও তার বন্ধু রিফাদ টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। পরে শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্তায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ সময় নাইম হোসেন ও তার বন্ধু রিফাদ কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মহাদেবপুর-বদলগাছী(সার্কেল) আবু ছালেহ মো. আশারাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সরেজমিনে তদন্ত করেছি। শিশুটির অসুস্থতার কারণে মামলা করতে দেরী হচ্ছে। তবে মামলার প্রস্ততি চলছে।
বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, বাদী পক্ষের অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।