মাসুম বিল্লাহ, বরগুনায় প্রতিনিধি: বরগুনা জেলাধীন তালতলি উপজেলার মধ্যে অন্যতম একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান সোবাহান পাড়া দাখিল মাদরাসা। কিন্তু দুঃখের সহিত বলতে হয় এলাকাবাসীর দাবি করেন প্রতি বছরই এরকম এই জায়গা থেকে ভেদর হয়ে যায় মাদ্রাসার ছাত্র ছাত্রীদের দাবি করেন এই রাস্তাটি পাকা না হলে অনেক সমস্যা হয় অনেকে দেখা যায় বর্ষা মৌসুমে মাদরাসায় যেতে পারে না ভেতরের কারণে পোশাক মেখে যায়।এই মাদরাসার পাশেই রয়েছে রাস্তা যেখানে শত শত মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে শহরে গমন করে।এই রাস্তাটি কখনো পাকা হয়নি।চেয়ারম্যান মেম্বার এলো আর গেলো কিন্তু রাস্তাটি কেউ পাকা করেনি।বর্তমানে এই বর্ষা মৌসুমে রাস্তাটি এতো কর্দমাক্ত ও ভেঙে গেছে যে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
ইউনুস, আব্বাস, আব্দুল জলিল, সোলায়মান মাইনুদ্দিন, আব্দুল হক মুন্সী সহ অনেকেই জানান,এই রাস্তাটি যাও ভালো ছিলো তাও মানুষের ব্যক্তিগত কারনে নষ্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সোবাহান পাড়া মোস্তফা তার বিল্ডিংয়ের কাজের জন্য বড় বড় গাড়ি ডুকিয়ে রাস্তাটি ভেঙে দিয়েছে। বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না।সবাই বাধা দিলেও মোস্তফা না শুনে বড় বড় গাড়ি ডুকিয়ে রাস্তাটি নষ্ট করেছে তাই এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত পাকা দাবি জানান