আগস্ট ১১, ২০২০
৬:০৮ অপরাহ্ণ

বরগুনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বরগুনা প্রতিনিধি:- চলমান করোনা পরিস্থিতিতে সচেতনতার অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে বরগুনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ী মন্দিরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে গীতাপাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বরগুনা জেলা শাখার সভাপতি সুখ রঞ্জন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফ হোসেন।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশ্রাফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক খোকন কর্মকার প্রমুখ।

শেষে উপস্থিত সনাতণ ধর্মাবলম্বি সকলের মাঝে প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *