আগস্ট ৮, ২০২০
৬:৫২ অপরাহ্ণ

বরগুনায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের হামলায় আহত 3 জন

বরগুনা প্রতিনিধি:- গত ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান এর গাড়ীতে থাকা তার ইউটিউব চ্যানেলের ভিডিও ম্যান সাহেদুল ইসলাম সিফাত এর নিজ বাড়ী বরগুনার বামনা উপজেলায় সিফাতের মুক্তির দাবীতে মানববন্ধন শুরু করে তার সহপাঠিরা।

এসময় পুলিশ এসে মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। এরপরও সিফাতের বন্ধুরা মানববন্ধন চালিয়ে গেলে বামনা থানার অফিসার ইন চার্জ(ওসি) ইলিয়াস আলী তালুকদার এসে মানববন্ধনরত শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। এতে ৩জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

আজ শনিবার (৮ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলার কলেজ রোডে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের বন্ধুর মুক্তির জন্য মানববন্ধনে দাড়িয়েছি। আমরা শান্তিপূর্ন মানববন্ধন করতে ছিলাম। এর আগেও আমরা মানববন্ধনের জন্য প্রশাশনকে জানালেও তখন তাদের বাঁধার কারণে করতে পারিনি। আজ যখন মানববন্ধন শুরু করেছি তখন প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার নিয়ে যায়। পরে ওসি ইলিয়াস এসে মাদের উপর লাঠিচার্জ করে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *