জানুয়ারি ২১, ২০২১
৬:২৫ অপরাহ্ণ

বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ

খবর ডেস্কঃ সিলেটের কোম্পানিগঞ্জে “বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ”র উদ্যেগে বর্ণি গ্রামে প্রায় ১২০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি গ্ৰামের ৮ টি মসজিদের ইমাম, মাদ্রাসার ১২ জন শিক্ষক ও একজন গরিব মেয়ের বিয়েতে নগদ অর্থ বিতরণ করেছে বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।

২১ জানোয়ারী বুধবার বর্ণি মাদ্রাসা মাঠে স্থানীয় বাস্তবায়ন কমিটির সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্ণি গ্ৰামের প্রবীণ মুরব্বি হাজী হাজী ইউসুফ আলীর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য প্রভাষক কামালের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ আমিরুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য এম এ জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন, বর্ণি গ্ৰামের ফয়জুল হক, ডাক্তার মুহিবুর রহমান, বর্নি মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিবুর রহমান, কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছালেহ আহমদ , বাস্তবায়ন কমিটির সদস্য হিফজুর রহমান, ইকবাল হোসেন, সয়দুজ্জুমান সাচ্চা, এমদাদুর রহমান, আবদুল মজিদ বাবুল,নুমান আহমদ, আল আমিন, বদরুল রাফী কবির হোসেন শিপু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, মুরব্বি ইব্রাহিম আলী, নুর উদ্দিন নূরী,আলাউদ্দিন,আলী আহমদ,সৌকত আলী,বাস্তবায়ন কমিটির সদস্য নুরুল আমিন, রুকনুজ্জামান রুকন, সুলতান আহমেদ, মিলাদ হোসেন, সুমন আহমেদ, মিমদাল হুসেন,কয়েছ আহমদসহ গ্ৰামের সর্বস্তরের জনতা।

বক্তারা প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্ৰামের উন্নয়নের জন্য বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সকল কার্যক্রম বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত রয়েছি।

পরে অতিথিররা প্রবাসীদের দেওয়া ত্রাণ সামগ্রী অসহায়দের হাতে তুলেদেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *