অক্টোবর ৩, ২০২০
৮:২৪ অপরাহ্ণ

বাঁধন এন.এ গ্রুপের শততম আউটডোর শেয়ারিং উদযাপন

খবর ডেস্ক: মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বাঁধন এন.এ গ্রুপের ১০০ তম এন.এ মিটিং ও আউটডোর শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরে ২ অক্টোবর শুক্রবার শততম আউটডোর শেয়ারিং অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রিকভারি মিলন মেলা ও মাদক বিরোধী র‍্যালীর আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১ টায় কেক কাটার মাধ্যমে বাঁধন এন.এ গ্রুপের শততম এন.এ মিটিং শুরু হয়। এ সময় সকল রিকভারিদের অংশগ্রহনের মাধ্যমে শেয়ারিং ও কামডাউন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে লটারী-ড্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয় শত তম এন.এ মিটিং উদযাপন ও আউটডোর শেয়ারিং।

পরে বাঁধন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কামাল আহমদ খানের নেতৃত্বে ভোলাগঞ্জ ১০ নাম্বারে মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *