কবির মাহমুদ:- সোমবার (২৭জুলাই) বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন (বি আই ইএ) নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারী করেছেন।
প্রজ্ঞাপনে মোঃ সাদেকুল ইসলাম কে আহ্বায়ক এবং আতিকুর রহমান কে সদস্য করে ১১(এগারো) সদস্য বিশিষ্ট এক কমিটি অনুমোদন দেন বিআইইএ এর জাতীয় পরিচালনা পরিষদ। সেখানে বলা হয় অনুমোদিত আহৃবায়ক কমিটি অতি জরুরী ভিত্তিতে আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে উক্ত জেলার সকল থানা/উপজেলা আলাদা আলাদা কমিটি গঠন পুর্বক সম্মেলন করে নীলফামারী জেলা পুর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রশোজনীয় ব্যাবস্থা গ্রহনের আহ্বান করা হয়।
১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ সাদেকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক হিসেবে মোঃ মহসিন আলী ও সাদ্দাম হোসেন, সদস্য সচিব হিসেবে মোঃ হাছানুর আলম (রিমুন) নির্বাচিত হয়েছেন।
আর সদস্য হিসেবে – মোঃ রেজাউল ইসলাম, মোঃ আব্দুস সামাদ , মোঃ রাকিব হোসাইন (রকি), মোঃ জাহিদ হোসেন, মোঃ আতিয়ার রহমান, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ আতিকুর রহমান প্রমুখ নির্বাচিত হয়েছেন।
আহৃবায়ক মোঃ সাদেকুল ইসলামের সাথে কথা বলে তার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এবং আমরা সকলে মিলে আমাদের জেলার থানধীন সকল থানার ইন্জিনিয়ারদের কে সংঘবদ্ধ করার প্রয়াসে কাজ করে যাব এবং সঠিক সময়ে সকল থানায় থানা কমিটি গঠন করবো ইনশাআল্লাহ’।তিনি আরো বলেন, ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সম্মুখ সারির হয়ে কাজ করার আশ্বাস দেন। তিনি BIEA এর পরিচালনা পরিষদের সকলকে অশেষ ধন্যবাদ জানান এবং বলেন এই ধরনের প্লাটফর্মে আসতে পেরে আমি গর্বিত। এছাড়াও তিনি নীলফামারী জেলার সকল ইঞ্জিনিয়ার কে BIEA এর ছায়াতলে নিয়ে আসার সকল চেষ্টা করবেন বলেও জানান।