বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সিলেট বিভাগীয় পর্যায়ের উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য রজত কান্তি ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয়ও জেলা শাখার নেতৃবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় সিলেট জেলা থেকে তিন জন প্রতিযোগি বিজয়ী হয়। সুনামগঞ্জ জেলা থেকে ২ জন মৌলভীবাজার জেলা থেকে ১ জন প্রতিযোগী বিজয়ী হয়।
সিলেট জেলা শাখার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে তিন জন প্রতিযোগীর মধ্যে সবাই বিজয়ী হয় । শঙ্খ ধ্বনি তে প্রথম স্থান অর্জন করে সিমলা রানী দাস,(কোম্পানীগঞ্জ), ২য় স্থান সুমা রায়(সুনামগঞ্জ) ও ৩য় স্থান সুস্মিতা লাহেড়ী (কোম্পানীগঞ্জ)।
উলুধ্বনি তে ১ম স্থান মুক্তা মন্ডল (কোম্পানীগঞ্জ), ২য় স্থান লোপা ধর (মৌলভীবাজার ) ও ৩য় স্থান পিংকি চন্দ (সুনামগঞ্জ)।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু অখিল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার জেলা,কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অখিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আশা করি কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিযোগীরা জাতীয় পর্যায়েও ধারাবাহিক সুনাম অব্যাহত রাখবে। আর অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি’। এছাড়াও সকল প্রতিযোগীদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।