বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রাহেলা বেগম।
মোছাঃ রাহেলা বেগম বলেন, ‘নববর্ষের প্রথম প্রভাতে আমার অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা।’
তিনি আরো বলেন, পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।