সেপ্টেম্বর ২, ২০২০
১১:০৯ পূর্বাহ্ণ

বার্সায় প্রতিদিন ১লাখ ১০ হাজার ইউরো বেতন কাটা যাচ্ছে মেসির

খবর ডেস্কঃ- বার্সেলোনার প্রাক মৌসুম কর্মসূচী শুরু হয়ে গেছে। গত রোববার (৩০ আগস্ট) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে যোগ দেননি লিওনেল মেসি। এমনকি করোনাভাইরাস টেস্ট করাতেও যাননি তিনি।

আর তাই ক্লাবের পক্ষ থেকে তার বেতন কেটে রাখা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, মেসির ভবিষ্যৎ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি যতদিন অনুশীলনে যোগ দেবেন না ততদিনের বেতন কাটা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেসির প্রতিদিনের বেতন ১ লাখ ১০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১১ লাখ টাকার মতো।

এই বিশাল আর্থিক ক্ষতি স্বীকার করেও ক্লাবের কর্মসূচিতে যোগ না দেয়া এটাই ইঙ্গিত দেয় যে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে তিনি অটল।

তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বার্সেলোনা ছেড়ে যাওয়া মেসির জন্য মোটেও সহজ হবে না। শুধু বার্সেলোনা নয়, লা লিগা কর্তৃপক্ষও একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, মেসি চাইলেই ফ্রি ট্রান্সফারে যেতে পারবেন না কোথাও। সেক্ষেত্রে তাকে ছাড়িয়ে নেয়ার মূল্য বা বাই আউট ক্লজ বহাল থাকবে।

মেসির বাই আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। তবে মেসিকে পেতে আগ্রহী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এখনো বার্সেলোনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

ইতালিয়ান সাংবাদিক টানস্রেডি পালমেরি টুইট করেছেন, মেসিকে নিয়ে ৪৫০ মিলিয়ন পাউন্ডের পরিকল্পনা হাতে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই পরিকল্পনার অধীনে মোট পাঁচ বছরের চুক্তির তিন বছরের পরে মেসি ম্যানচেস্টার সিটির মালিকের আরেক ক্লাব নিউ ইয়র্ক সিটিতেও দুই বছর কাটাবেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ এবং মেসির বাবা বুধবার দেখা করবেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *