চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাপস মিত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টার পর তার মৃত্যু নিশ্চিত করেন ম্যাক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, ‘ডা. তাপস মিত্র আমার বন্ধু। তিনি চমেকের ৩০ তম ব্যাচের ছাত্র। সকালে চকবাজার মৌসুমী আবাসিকের নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ম্যাক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।পরে বিস্তারিত জানানো হবে বলে জানান এ চিকিৎসক নেতা।