আজকেরখবর ডেক্সঃ বলিউড তারকারা যেন বিদ্যুৎ বিল নিয়ে ঝাড়ছেন নিজেদের ক্ষোভ। প্রথমে অ’ভিনেত্রী তাপসী পান্নু জানিয়েছেন তার এ মাসে বিদ্যুৎ বিলের পরিমান ৩৬ হাজার টাকা। এর পরপরই আরেক অ’ভিনেত্রী হু’মা কুরেইশি জানালেন তার বিদ্যুৎ বিলের পরিমান ৫০ হাজার টাকা। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছে ‘মুন্নাভাই’র সার্কিট অর্থাৎ বলিউডের জনপ্রিয় অ’ভিনেতা আরশাদ ওয়ারসির বিল। বিল এতটাই বেশি যে তিনি নিজের দুটি কিডনি বিক্রির কথা ভাবছেন।
নিজের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লক্ষ ৩ হাজার টাকা। এই পাহাড় প্রমাণ বিলের কারণ কী’ তা বুঝে উঠতে পারছেন না অ’ভিনেতা।রীতিমতো চক্ষু চড়কগাছ অ’ভিনেতার। আরশাদের শেষ টুইটে যানা যায় এরই মধ্যে তার টুইট দেখে তাঁর সঙ্গে যোগযোগ করেছে সংশ্লিষ্ট বিদ্যুত সংস্থা।এবং তাঁকে সমস্যা সমাধানে পূর্ণ আশ্বা’স দেওয়া হয়েছে। বিশাল অংকের বিদ্যুৎ বিল দেখে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানির বি’রুদ্ধে ক্ষোভ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বলিউড অ’ভিনেতা আরশাদ ওয়ারসি লিখেছেন, ‘সবাইকে অনুরোধ করছি আমা’র পেইন্টিংগুলো কিনুন, যাতে আমি আদানি সংস্থাকে এই মাসের বিলটা অন্তত দিতে পারি! পরের মাসের বিলের জন্য আমি নিজের কিডনি দুটোই তুলে রাখছি!’