জুলাই ২৭, ২০২০
১১:০৮ অপরাহ্ণ

বিনামূল্য নয়, স্বল্পমূল্য শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেওয়ার চেষ্টা চলছে- শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

খবর ডেস্ক:- শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বিনা মূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট–সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা স্বল্পমূল্যে ইন্টারনেট–সুবিধা ভোগ করতে পারবে’।

আজ সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর শহরের বেগম মসজিদসংলগ্ন একটি ভবনে আরটি–পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন। তিনি চাঁদপুর-৩ আসনের সাংসদ।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেদিকে লক্ষ রেখেই সরকার নানাভাবে চিন্তাভাবনা করছে।
আরটি–পিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। এ ছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সিভিল সার্জন মো সাখাওয়াত উল্লাহ, শিক্ষামন্ত্রীর বড় ভাই চিকিৎসক জে আর ওয়াদুদসহ চিকিৎসক, রাজনৈতিক দলের নেতারা এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *