আজকের খবর ডেক্সঃ
বিলের জন্য করোনাভাইরাসে মৃত ব্যক্তির হাত হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।
এক রিটের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
‘করোনায় মৃত, টাকার জন্য বেঁধে রাখা হলো লাশের হাত’ এবং ‘করোনা রোগীকে বেঁধে রেখে অর্থ আদায়ের অভিযোগ’ শিরোনামে গত ২৪ জুন দুটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে পৃথক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন যুক্ত করে নোয়াখালীর সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা মৃত মহিন উদ্দীন পারভেজের ভাই মো. জসীম উদ্দিন রুবেল ৭ জুলাই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহির উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মো. জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ঘটনা নিয়ে মৃতের ভাইয়ের অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে শাহজাহানপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পজিটিভ হলেও মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটে হৃদরোগের কথা রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তদন্ত করে ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।