ডিসেম্বর ১৫, ২০২০
৪:৩৫ অপরাহ্ণ

বিশ্বজুড়ে গুগল বিভ্রাট

খবর ডেক্সঃ- বিশ্বের বিভিন্ন প্রান্তে গুগলের অ্যাপে বিভ্রাট দেখা গেছে। বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।বিবিসি বলছে, সোমবার দুপুরের দিকে যুক্তরাজ্যে গুগলের অ্যাপগুলোতে ঢুকতে চাইলে ‘এরর’ লেখা ওঠে। একই ধরনের সমস্যায় পড়ছেন অন্য দেশের ব্যবহারকারীরাও।

বিভ্রাট ঘটে গুগলের জিমেইল, ড্রাইভ, অ্যান্ড্রয়েড প্লেস্টোর, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, গুগল শিটস, গুগল স্লাইডস, গুগল সাইটস, গুগল গ্রুপস, ক্ল্যাসিক হ্যাংআউটস, গুগল চ্যাট, গুগল মিট, গুগল ভল্ট, গুগল ফর্মস, গুগল ক্লাউড সার্চ, গুগল কিপ, গুগল টাস্কস, গুগল ভয়েসেও।

ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো।ইউটিউব বিভ্রাটের কারণে ভোগান্তির বিষয়গুলো সামাজিক মাধ্যমে তুলে এনেছেন ব্যবহারকারীরা।

ঠিক কী কারণে এই গোলযোগ হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি গুগল। সন্ধ্যা ছয়টা ২৫ নাগাদ বিভ্রাটের শিকার অনেকগুলো সেবা পুনরায় স্বাভাবিক হতে শুরু করে। তবে কিছু সেবা তখনও পুরোপুরি ঠিক হয়নি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *