খবর ডেক্সঃ- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে এক কিশোরীকে মদ খেয়ে ধর্ষনের অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার ধনপুরবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত যুবকের নাম সাদিকুল ইসলাম (২৫),সে উপজেলার ধনপুর গ্রামের শব্দর আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ধর্ষিতা কিশোরীর সাথে যুবকের দীর্ঘ দিন যাবৎ প্রেম ভালবাসার সর্ম্পক ছিল। তারই জের ধরে গত বৃহস্পতিবার রাত অনুমান ২টার সময় ধনপুর গ্রামের সাদিকুল ইসলাম মেয়েটিকে ধর্ষন করে। এ সময় কিশোরীর আত্মীয় স্বজনরা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। তবে যুবকের স্বজনরা জানায়, কিশোরীর সাথে সাদিকুলের প্রেম ভালবাসা ছিল।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষনকারী সাদিকুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করার পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ধর্ষণের শিকার কিশোরীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।