অক্টোবর ২৮, ২০২০
১:২১ অপরাহ্ণ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব’র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ

খবর ডেস্কঃ-দিন,সপ্তাহ,মাস পেরিয়ে এক বছরের মেয়াদ হতে অপেক্ষা আর মাত্র একটি দিনের। আজ রাত পার হলেই আবারো বিশ্ব ক্রিকেটে ডানা মেলে মুক্ত আকাশে উড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডারের দুই বছরের শাস্তির মেয়াদের প্রথম বছরটা শেষ হতে অপেক্ষা এখন নেমে এসেছে ঘণ্টার হিসেবে! সঙ্গে উঁকি দিচ্ছে ‘পূর্ণ মুক্তি’ই।

কোটি সাকিব ভক্তরা আজ দিনের আলো নিভে যাওয়ার পরই গুনবেন প্রিয় সাকিবের ‘মুক্তি’র প্রহর। বৃহস্পতিবার থেকে সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আজ পূর্ণ হবে নিষেধাজ্ঞার কার্যকরী একবছর।শাস্তির মেয়াদ কমিয়ে দ্বিতীয় বছরের নিষেধাজ্ঞার স্থগিত করে আইসিসি। আর শাস্তির প্রথম বছরে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার সকল নির্দেশনা মেনে চলায় টাইগার তারকা এখন একেবারে মুক্তির দুয়ারে।

আর একটা দিন সব ঠিকঠাক এগোলে, নভেম্বরের মাঝামাঝি মিরপুরে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের খেলায় ফিরতে পারবেন সাকিব। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য নিশ্চিত করেই জানালেন, ২৯ অক্টোবর থেকেই সাকিব ক্রিকেটে ফিরতে পারবেন।

সাকিব ভক্তদের কাউন্টডাউন চলছিল শুরু থেকেই। কয়েক ঘণ্টা পর থামতে হবে তাদেরও। শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সাকিবকে ঘিরে আবেগি সব স্ট্যাটাস। একবছরের জন্য ক্রিকেটের সিংহাসন ছাড়তে বাধ্য হওয়া রাজা আবার ফিরছেন নিজের রাজ্যে।

উল্লেখ্য, আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরমাঝে দ্বিতীয় বছরটা স্থগিত নিষেধাজ্ঞার। প্রথম বছরে সাকিব ছিলেন খুবই সতর্ক। বিতর্ক তৈরি করে এমনকিছুই করেননি। নিজেকে আড়াল করে রেখেছিলেন নিষেধাজ্ঞার সময়টায়।

বছরের বেশিটা সময় সাকিবের কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। এর মাঝে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন টাইগার অলরাউন্ডার। গত মাসে এসেছিলেন দেশে। বিকেএসপিতে করেছেন ব্যক্তিগত অনুশীলন ক্যাম্প। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হলে ফিরে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।

নভেম্বরের শুরুর দিকে সাকিব ফিরবেন দেশে। প্রস্তুতি নেবেন মাঠে নামার। তাকে ফের দেখা যাবে ব্যাট-বল হাতে ২২ গজ রাঙাতে। সেই ছবিটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সবাই। সাকিবও নিশ্চয় মুখিয়ে আছেন হোম অব ক্রিকেটে ফিরতে!

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *