জুলাই ৬, ২০২০
৭:৫৯ অপরাহ্ণ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজারের বেশি

খবর ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ সোমবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ২২৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৭৪৬ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৫ লাখ ১৪ হাজার ৮৪২ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৬৯১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬৫ লাখ ৮২ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *