দেশ ও বিদেশের সকলকে পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন বিসর্জন পরিবার।
শুভেচ্ছা বার্তায় বিসর্জন পরিবারের সভাপতি জামাল উদ্দিন বলেন, ঈদুল আয্হা উপলক্ষ্যে দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদ্যাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করেন। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি সুন্দর সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়।