আজকের খবর ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানে ৩৮ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চার জন প্রার্থীর ব্যক্তিগত তথ্য যাচাইয়ে গিয়ে তাদেরকে ফুল শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ালেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন।
গত রবিবার (৯ আগস্ট) তাদের বাসায় সরেজমিন ভেরিফিকেশন করতে গিয়ে তাদেরকে ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো আনোয়ার হোসেন (শামীম আনোয়ার)।
জানা যায়, এবার ৩৮তম বিসিএস পরীক্ষায় চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৪জন। তারা হলেন গণপূর্ত ক্যাডারে সুপারিশকৃত ওয়াহিদ মুরাদ আজম, রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া গ্রামের খায়রুন্নেসা স্বাস্থ্য ক্যাডারে, নটুয়ার টিলা গ্রামের আরাফাতু নূর বাঁধন পুলিশ ক্যাডারে, রাউজান উপজেলার সুলতান পুর গ্রামের জান্নাতুন নাইম শিক্ষা ক্যাডার।
৩৮তম বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত ওয়াহিদ মুরাদ আজম জানান, গতকাল আমার পুলিশ ভেরিফিকেশনে আসেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন স্যার। আমি ভেবেছিলাম পুলিশ ভেরিফিকেশন মানেই ঘুষ। মিষ্টি খাওয়ার কথা বলে মোটরসাইকেলের তেল ঢোকানোর কথা বলে টাকা চাওয়া হবে। কিন্তু আমাদেরকে অবাক করে আনোয়ার হোসেন স্যার উল্টো আমাকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি খাইয়ে ভেরিফিকেশন করে গেলেন।
ওয়াহিদ মুরাদ আজম আরো বলেন, অল্প সময়ে তিনি আমাকে শিখিয়ে গেলেন একজন সৎ ও আদর্শবান কর্মকর্তা হয়ে সাধারণ মানুষের সেবা করার পথ।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার শামীম সিলেট ভয়েস’কে বলেন, পুলিশ সম্পর্কে জনমনে দীর্ঘদিন ধরে যে ধারণা রয়েছে তা বদলে দেওয়ার প্রত্যয় নিয়েই আমার পুলিশ বিভাগে আসা। প্রত্যন্ত গ্রামের ছেলেরা মেধার জোরে ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন এবং দেশের মেধাবীদের সর্বোচ্চ স্থানে জায়গা করে নিচ্ছেন। তথ্য যাচাইয়ের সময় দেখেছি অনেক পরিবার খুব কষ্ট করে তাদের লেখাপড়ার খরচ যুগিয়েছেন। সেসব পরিবারের জন্য আমি কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করছি আমি কর্মজীবনে তাদের সফলতা কামনা করছি।